শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২২

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে নায়ক শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে  মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।৫ জুলাই বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত। এদিন অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান। এর আগে, ২৩ মার্চ আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন।  
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK