রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:২৯
ব্রেকিং নিউজ

স্বস্তির ঈদযাত্রা ট্রেনে

স্বস্তির ঈদযাত্রা ট্রেনে

উত্তরণবার্তা প্রতিবেদক : ঈদযাত্রায় রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেনের আগাম টিকিটে নিজেদের আসন নিশ্চিত করে রেখেছেন আগেই। ২৫ জুন রোববার রাজধানীর ট্রেন স্টেশনগুলোতে দেখা যায়নি কোনো ভিড়। বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেয়ায় স্বস্তিতে রয়েছে  মানুষজন। পরিবারের সাথে ঈদ করতে যাওয়া বাদল আহমেদ বলেন, এমন সুন্দর যাত্রাই আমরা সব সময় চাই , একটুও ভোগান্তি নেই। খুব সহজেই বাড়ি যেতে পারব মনে হচ্ছে। ট্রেনে উঠা সানজিদা আক্তার  বলেন, কিছুটা ভোগান্তির কথা মাথায় নিয়েই বাসা থেকে বের হয়েছি, তবে এখানের পরিবেশ দেখে স্বস্তি লাগছে। ফুরফুরে মেজাজে বাড়ি যাব এটাই অনেক বড় কিছু।

সকাল থেকে দুপরের আগে ১২ জোড়া ট্রেন যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আসছে প্রতিটি ট্রেন। যাত্রীচাপ সামাল দিতে আজ পঞ্চগড়, লালমনিরহাটসহ তিনটি রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সবমিলিয়ে ৫২ জোড়া ট্রেনে ৫০ থেকে ৬০ হাজার যাত্রী আজ ঢাকা ছাড়তে পারবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ