রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৫:০৬
ব্রেকিং নিউজ

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস

উত্তরণবার্তা ডেস্ক : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় আর নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আজ রোববার ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও রাজধানীসহ রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টি। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাতক্ষীরায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চট্টগ্রামে ৮২ মিলিমিটার।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ