রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪৫
ব্রেকিং নিউজ

‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলার : কামাল

‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলার : কামাল

উত্তরণবার্তা প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে ১২,৫০০ মার্কিন ডলার। মন্ত্রী এখানে জাতীয় সংসদে ২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি জাতীয় বাজেট প্রস্তাব পেশ করার সময় একথা বলেন। তিনি বলেন, “আমাদের ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২,৫০০ মার্কিন ডলার ; ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে এবং হত দরিদ্রের সংখ্যা নেমে আসবে শূণ্যের কোঠায় ; মুদ্রাস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে, রাজস্ব-জিডিপি অনুপাত ২০ শতাংশের উপরে থাকবে, বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ।”
 
কামাল বলেন, বাংলাদেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জন করবে। স্মার্ট বাংলাদেশে ‘স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে। নাগরিকদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা তাদের হাতের কাছে পৈৗঁছে যাবে, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই নগরায়ন। একটি কাগজবিহীন এবং নগদবিহীন সমাজ তৈরি করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে- স্মার্ট বাংলাদেশে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে।’ 
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ