রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৯
ব্রেকিং নিউজ

নৌযান শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান হবে : নৌপ্রতিমন্ত্রী

নৌযান শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান হবে : নৌপ্রতিমন্ত্রী

উত্তরণ বার্তা  প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট দ্রুত সমাধান হবে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে এ তথ্য জানান। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দৌরাইস্বামী সাক্ষাৎ তার সঙ্গে সাক্ষাৎ করেন।

পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, নৌ শ্রমিকদের মূল দাবি হচ্ছে খোরাকি ভাতা। এটা  তাদের ন্যায্য দাবি। গত এক বছরে তারা দুইবার  ধর্মঘট করেছেন।  আলোচনা করে এর  সমাধান করেছি। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, নৌ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে মালিকদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনও চলমান আছে। আশা করি, এটা আজ সমাধান হবে।

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন ধর্মঘট করছে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ