সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩২
ব্রেকিং নিউজ

তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে, মৃদু তাপ প্রবাহের আভাস

তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে, মৃদু তাপ প্রবাহের আভাস

উত্তরণবার্তা ডেস্ক : গত দুই দিন বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় গরম বেড়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনযায়ী, সোমবার দেশের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল অঞ্চলে (দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল) মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্ক সঙ্কেত নেই।সোমবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮-৪০ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ