বুধবার, ২৯ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:৩৮

সুষ্ঠুভাবে করোনার টিকা দেওয়ার ব‌্যবস্থা সম্পন্ন: প্রধানমন্ত্রী

সুষ্ঠুভাবে করোনার টিকা দেওয়ার ব‌্যবস্থা সম্পন্ন: প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠুভাবে করোনার টিকা দেওয়ার সব ব‌্যবস্থা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
 
প্রধানমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আমরা ৩ কোটি ৪০ লাখ ডোজ পাবো। শেখ হাসিনা বলেন, ‘এক শ্রেণির মানুষ আছে যারা সব সময় কিছুই ভালো লাগে না রোগে ভোগেন। তাদের কাজ সব সময় সমালোচনা করা, মানুষের মনে ভীতি তৈরি করা। আমরা তাদেরও সাধুবাদ জানাই। তাদেরও আমরা ভ‌্যাকসিন দেব। কারণ তারা সুস্থ না থাকলে আমাদের সমালোচনা করবে কে? গণতন্ত্র রক্ষায় সমালোচনাও জরুরি।’ 
উত্তরণবার্তা/সাব্বির

  মন্তব্য করুন
     FACEBOOK