রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:০৯
ব্রেকিং নিউজ

প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ছে মধ্যরাতে

প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ছে মধ্যরাতে

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (২০ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানিয়েছেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়াও থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, সিভিল এভিয়েশন, হাব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক যাত্রী। বাকিদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK