শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৩৭

অধ্যাপক তাহের হত্যা: দুই আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই

অধ্যাপক তাহের হত্যা: দুই আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্ট) করেছেন হাইকোর্ট। ফলে, তাদের ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকল না। ১৪ মে রোববার  বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

অধ্যাপক ড. এস তাহেরের কন্যা অ্যাডভোকেট সেগুফতা তাবাসসুম আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। আদালতে রোববার  রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অধ্যাপক ড. তাহেরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, অ্যাডভোকেট সাকিলা রওশন ও অ্যাডভোকেট সেগুফতা তাবাসসুম আহমেদ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ