সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:৪৭
ব্রেকিং নিউজ

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

উত্তরণবার্তা ডেস্ক : ইসরায়েলী বাহিনী এবং গাজায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী পারস্পারিক আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর পর এমন সিদ্ধান্তে আসেন তারা। যুদ্ধবিরতি আলোচনাটি মিশর, কাতার এবং জাতিসংঘের কর্মকর্তাদের মধ্যস্থতায় বিষয়টি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানায়, তাদের শীর্ষ নেতা ইসমাঈল হানিয়া ইসরায়েলের হামলা বন্ধের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, পশ্চিম তীরের হেবরন শহরে অনশনরত অবস্থায় খাদের আদনান নামের ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ চলছে। ৫ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে  রেখেছে এমন অভিযোগে আদনান অনশন শুরু করেন।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK