সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৫৬
ব্রেকিং নিউজ

যেভাবে বানাবেন টাকি মাছের ভর্তা

যেভাবে বানাবেন টাকি মাছের ভর্তা

উত্তরণবার্তা ডেস্ক : বিভিন্ন ধরনের মাছ দিয়েই ভর্তা তৈরি করা যায়। তবে টাকি মাছের বিষয়টি আলাদা। এই মাছের ভর্তা সবার কাছে একটু বেশিই প্রিয়। বিভিন্ন রেস্টুরেন্টে গরম ভাতের সঙ্গে টাকি মাছের ভর্তা কিনতে পাবেন। কিন্তু এ জাতীয় খাবার বাড়িতে তৈরি করে খাওয়াই সবচেয়ে ভালো। চলুন জেনে নেয়া যাক টাকি মাছের ভর্তা বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

টাকি মাছ- ১ কাপ

পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

আদা-রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ

জিরা বাটা- ১ চা চামচ

রসুন মিহি কুচি- ২ টেবিল চামচ

ধনিয়া বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

হলুদ বাটা- ১/২ চা চামচ

মরিচ বাটা- ১ /২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন :

মাছ কুটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাটা বেছে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দিন বাটা মসলা, সামান্য পানি ও রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতা দিয়ে নাড়ুন। এবার মাছ দিয়ে ভাজুন। দিয়ে দিন লবণ। মাছ হালুয়ার মতো হয়ে এলে নামিয়ে নিন, যেন ঝুরি ও শুকনা না হয়। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK