মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৫৩
ব্রেকিং নিউজ

মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলায় প্রতিবেদন ৭ জুন

মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলায় প্রতিবেদন ৭ জুন

উত্তরণবার্তা প্রতিবেদক : মেট্রোরেলে ঢিল ছোড়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত। ২ মে মঙ্গলবার মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

৩০ এপ্রিল  রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়। এ ঘটনায় ১ মে সোমবার রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন। মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলাটি করা হয়। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঢিল ছোড়ায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK