বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৪
ব্রেকিং নিউজ

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা নয় : প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা নয়   :  প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে, ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। পাঁচ দিনের সফরে, ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দেয়ার সময় প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েনের অবসান এবং ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। দেশের রাজনীতি ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলেন তিনি। এক সময় আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি।

এ সময়, ২০১৮ সালের নির্বাচনকে বিতর্কিত করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে আনতে চেয়েছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ওদের সঙ্গে আর বসতে ইচ্ছা করে না, ওদের সঙ্গে বসলে যেন সেই পোড়া মানুষগুলির গন্ধটা আমি পাই।' এ সময় র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন ছিল, তা বাংলাদেশ অতিক্রম করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ