রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৫৪
ব্রেকিং নিউজ

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস (লিগ্যাল এইড) আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’। আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। সারা দেশের জেলা পর্যায়েও শোভাযাত্রা, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, ম্যাগাজিন-স্যুভেনির-দেয়ালিকা প্রকাশ, প্রচার ও প্রকাশনাসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়। ২০০০ সালের ২৮ এপ্রিল জাতীয় সংসদে আইনগত সহায়তা প্রদান আইন পাস হওয়ার পর ২০০১ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে সরকার। কিন্তু জনবল ও বিধির অভাবে প্রায় আট বছর অকার্যকর ছিল সংস্থাটি।

২০০৯ সালে সংস্থাটিকে ঢেলে সাজানো হয়। এখন দেশের ৬৪ জেলায় লিগ্যাল এইডের কার্যালয় ও স্থানীয় কমিটি রয়েছে। সংস্থাটির গত ৩১ মার্চ দেওয়া তথ্যানুযায়ী, গত ১৪ বছরে সরকারি খরচে ৮ লাখ ৭৯ হাজার ৯২৯ জনকে আইনি সেবা দিয়েছে তারা, যাঁদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৬৫০ জন কারাবন্দি ছিলেন। গত বছর ১১ হাজার ২৪২ জন এবং চলতি বছরের প্রথম তিন মাসে ২ হাজার ৭৯৫ জন কারাবন্দি এই সেবা নিয়েছেন। সরকারি সংস্থার উদ্যোগ না থাকলে তাঁদের অনেককেই বহু বছর বিচারের দীর্ঘসূত্রতায় বা বিনা বিচারে কারাগারে থাকতে হতো।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK