সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫১
ব্রেকিং নিউজ

মাধ্যমিকের জন্য ৩০ দিনের সিলেবাস : শিক্ষামন্ত্রী

মাধ্যমিকের জন্য ৩০ দিনের সিলেবাস : শিক্ষামন্ত্রী

উত্তরণ বার্তা প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত ছুটি থাকার কারণে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাস প্রতিষ্ঠান প্রধানদের দেয়া হবে। তারা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রহণ করবেন। সেটা অনলাইনেও করা অথবা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠানে গিয়েও জমা দেয়া যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, এর ভিত্তিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। পরের ক্লাসে শিক্ষার্থীদের কোনো দুর্বলতা থাকলে তা রিকভার করা হবে।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ