শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:০৮

অবশেষে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

অবশেষে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি

উত্তরণবার্তা প্রতিবেদক : তাপদাহে নাকাল অবস্থা। গত কয়েকদিন হলো আকাশে মেঘের দেখা নেই। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি। যেন হাঁফ ছেড়ে বাঁচলো মানুষ। শুক্রবার  ৫টার পর থেকেই ভারী হতে থাকে রাজধানীর আকাশ। কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি।এর আগে অন্যান্য দিনের মতোই সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, রাজধানীতে সবশেষ গত ২ এপ্রিল বৃষ্টি হয়েছিল। আজ শুক্রবার ১৯ দিন পর রাজধানীবাসী বৃষ্টির দেখা পেল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK