শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:১১

চাপ নেই কমলাপুর রেলস্টেশনে, স্বাচ্ছন্দ্যে যাত্রা ঘরমুখো মানুষের

চাপ নেই কমলাপুর রেলস্টেশনে, স্বাচ্ছন্দ্যে যাত্রা ঘরমুখো মানুষের

উত্তরণবার্তা ডেস্ক : ঈদযাত্রার চতুর্থ দিনে একেইবারের ফাঁকা কমলাপুর রেলস্টেশন। ফলে ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাত্রা করছেন ঘরমুখো মানুষ। ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় চতুর্থ দিনের ঈদযাত্রা। এদিন সবকটি ট্রেন সঠিক সময়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা ভিড় থাকলেও পূর্বাঞ্চলের ট্রেনগুলো বেশ ফাঁকা দেখা গেছে। যারা গত ১০ এপ্রিল আগাম টিকিট কেটেছিলেন তারাই আজ যাত্রা করছেন। ট্রেনের ভেতরের পরিবেশও স্বস্তিদায়ক হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা।

অনলাইনের টিকিট ঝামেলা পেরিয়ে যারা উঠে বসেছেন ট্রেনে তাদের ঈদ আনন্দ যেন শুরু হয়ে যায় তখনই। এবার ঈদযাত্রার শেষদিন পর্যন্ত এমন স্বস্তিদায়ক হবে জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি আর টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে নেয়া কার্যক্রম এবার লাঘব করেছে ভোগান্তি। এর আগে ১৯ এপ্রিল বুধবার যাত্রী চাপ কম থাকলেও সকাল থেকেই প্রতিটি ট্রেনেই ছিল ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছিলেন যাত্রীরা। তার আগের দিন ১৮ এপ্রিল মঙ্গলবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে শুরু থেকে সবকটি ট্রেনই সঠিক সময়ে রাজধানীর কমলাপুর ছাড়লেও যাত্রী ছিল খুবই কম। ঈদযাত্রায় প্রতিদিন ৩৪টি আন্তঃনগরসহ মোট ৫২টি ট্রেনে প্রায় ৪৬ হাজার মানুষ ঢাকা ছাড়ার কথা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK