রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৭
ব্রেকিং নিউজ

শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  বলেন, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজ করেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছেন। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শীক্ষাথীরা আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। দেশ পরিচালনা করবে।  মেহেরপুরের শিক্ষাথীদের  সবচেয়ে বেশি সুবিধা হবে। মেহেরপুরে বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়ে গেছে। মেহেরপুরের শিক্ষার্থীদের লেখা পড়া করার জন্য সব ধরণের পরিবেশ তৈরি হয়েছে।

মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয়  প্রধানমন্ত্রীর উপহার হিসেব সদর ও মুজিবনগর উপজেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর ৩৩০জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার আনারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক বশির উদ্দিন প্রমুখ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK