রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:৪০
ব্রেকিং নিউজ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা শুরু ২০ মে

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা শুরু ২০ মে

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি (২০২২-২৩) শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছতেই থাকতে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রকাশ পেল এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। মঙ্গলবার দুপুর ১২টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। সোমবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, আগামী ২০ মে মানবিক বিভাগের, ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিগত বছরের মতো এবারও ২২টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ পদ্ধতিতে থাকছে। আবেদন যোগ্যতা সবকিছুই আগের মতো থাকছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK