রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৭
ব্রেকিং নিউজ

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ড. ইয়াসমীন আরা

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ড. ইয়াসমীন আরা

উত্তরণবার্তা প্রতিবেদক : উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

ড. লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষক হিসেবে তার অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি শিক্ষা ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে অনেকগুলো স্কুল, কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ড. লেখা ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অফ এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন এর ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। উপ-উপাচার্য হিসেবে তিনি একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ব্যতিক্রমী নেতৃত্বের সমন্বয়ের নজির স্থাপন করে তার সহকর্মী এবং শিক্ষার্থীদের নতুন উচ্চতা অর্জনে অনুপ্রাণিত করেছেন। তিনি সর্বদা নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশের হাতে গোণা কয়েকজন নারী উপাচার্যের একজন হিসেবে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করলেন।

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. লেখা বিভিন্ন পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার লেখা বই বাংলাদেশের ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির সহায়ক পুস্তক এর অংশ। গবেষণা ও মননশীল লেখা উভয়ক্ষেত্রেই তিনি সব্যসাচী ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুই দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত কর্মজীবনে বিভিন্ন মর্যাদাপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহ তার বুদ্ধিবৃত্তিক ও বিদ্যায়তনিক অর্জন এবং শিক্ষাক্ষেত্রে তার গভীর অঙ্গীকারের সাক্ষ্য বহন করছে।

রাষ্ট্রপতির এ আদেশের প্রতি যথাযথ আনুগত্য প্রকাশ এবং শ্রদ্ধা রেখে অধ্যাপক ড. ইয়াসমীন আর লেখা সোমবার উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ উত্তরা ইউনিভার্সিটির সকল ডিন ও সব বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীদের উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK