রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৮
ব্রেকিং নিউজ

গিল্ডহল লাইব্রেরির ছয় শ বছরের ইতিহাসে প্রথম ইফতার

গিল্ডহল লাইব্রেরির ছয় শ বছরের ইতিহাসে প্রথম ইফতার

উত্তরণবার্তা ডেস্ক : লন্ডনের ঐতিহাসিক গিল্ডহল লাইব্রেরিতে প্রথম বারের মতো ইফতার আয়োজন করা হয়। ১৪২০ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম সেখানে রমজান মাস উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। লাইব্রেরির ছয় শ বছরের ইতিহাসে এবারই প্রথম সেখানে আজান শোনা যায়। গত ৭ এপ্রিল উন্মুক্ত ইফতারের অংশ হিসেবে গিল্গহলে ওপেন ইফতার অনুষ্ঠিত হয়। এতে মুসলিমরাসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা অংশ নেন। ইফতারের সময় সুরলিত কণ্ঠে আজান দিতে শোনা যায়।পবিত্র রমজান মাসজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ইফতার আয়োজন করছে ব্রিটেনভিত্তিক ইসলামী দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট।

উন্মুক্ত ইফতার কার্যক্রমের ১০ বছর পূর্তিতে যুক্তরাজ্যের বড় শহরগুলোতে এই আয়োজন করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ ব্র্যাডফোর্ড ক্যাথেড্রালে উন্মুক্ত ইফতার কার্যক্রম শুরু হয়।২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ক্লাবের সহযোগিতায় উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্লাব এমন আয়োজন করে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া ও সুসম্পর্ক গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK