শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫১

তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ এপ্রিল

তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ এপ্রিল

উত্তরণবার্তা প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ২৯ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য ছিল।

এদিন পলাতক আসামি পক্ষের আইনজীবী নিয়োগ করতে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার শুনানি করেন। অপরদিকে, দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম পলাতক আসামি পক্ষে আইনজীবী নিয়োগের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন ও আইনজীবী নিয়োগের অধিকতর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ