শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:৩১

জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

উত্তরণবার্তা ডেস্ক : জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। দুটি জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের একটি ডামি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। দুটি মস্কিট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন। এগুলো সফলভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ২৮ মার্চ মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পি-২৭০ ক্ষেপণাস্ত্র সোভিয়েত সময়ের নকশা করা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে এসএস-এন-২২ সানবার্ন নামে পরিচিত। এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের কোনও জাহাজকে ধ্বংস করতে সক্ষম।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার এক সপ্তাহ পর ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে টোকিও। তবে তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি। জার্মানি ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান পাঠানোর পরপরই সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK