শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ঢাকা সময়: ১০:৫৩
ব্রেকিং নিউজ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চায় জাপান

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চায় জাপান

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের সম্ভাবনা বিবেচনা করছে জাপান। এ লক্ষ্যে ভারতের সাথে যৌথভাবে স্টাডি গ্রুপ গঠন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারত সফরে সোমবার এক অনুষ্ঠানে একথা বলেন জাপানের প্রধানমন্ত্রী। কিশিদা বলেন, বাংলাদেশ শিগশিরই আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও ভারতের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জাপান।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও ভরসার মাধ্যমে। জাপান সব সময়ই ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রাধান্য দিয়ে আসছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ খুব শিগগিরই অনুন্নত দেশ থেকে উত্তরণ করতে যাচ্ছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে ৭৫ বিলিয়ন ডলারের পরিকল্পনার রয়েছে বলেও জানিয়েছেন ফুমিও কিশিদা। মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা অপরিহার্য বলেও জানান তিনি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ