শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৮:১৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আলোচনা সভা

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য বিভাগের ক্ষুদে শিক্ষার্থী জুওয়ানা মোস্তাফিজ। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধান ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, সাবেক কমান্ডার, ঢাকা মহানগর। 
 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল, মো. সাহাবুদ্দিন খান, উপপরিচালক স্থানীয় সরকার, মো, আবু জাফর রিপন, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলি । আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। পরে জাতীয় শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে এবং জাতীয় শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।  
উত্তরণবার্তা/এআর
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK