শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৪৪

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন কাল

উত্তরণবার্তা প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে, জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের শহরে পরিণত হয়েছে গোপালগঞ্জ জেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদেরও যাওয়ার কথা রয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং বই মেলার উদ্বোধন। পরে শিশু সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ।
 
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশনের প্রস্তুতি শেষ করেছে শিশু-কিশোররা। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব ধরণের প্রস্তুতির পাশাপাশি পুরো জেলাতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে টুঙ্গিপাড়া পৌরসভা ও জেলা আওয়ামী লীগ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ