শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৬
ব্রেকিং নিউজ

ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার উপজেলা সদরের মেঘনা নদী থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।রোববার রাত ৮ টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে এসব মাছ আটক করা হয়। এসময় অভায়শ্রমে আইন অমান্য করার দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেয়া হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে মেঘনার অভায়শ্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫০০ কেজি ইলিশ, পোয়া ও রামচোষ জাতের মাছসহ ৪ জনকে আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে আটক ৪ জনকে বোটসহ ছেড়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত মাছ মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। জাটকা (ছোট ইলিশ) রক্ষায় জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে এক মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা-বেঁচা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK