শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০১

এখন আর ভোট চুরির সুযোগ নেই : প্রধানমন্ত্রী

এখন আর ভোট চুরির সুযোগ নেই : প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : এখন আর ভোটর চুরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ায় ভোট চুরির অপশন বন্ধ হয়ে গেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাজনৈতিক স্থতিশীলতা থাকলে উন্নয়ন হয়, সেটা আমরা প্রমাণ করেছি।’
 
সদ্যঃসমাপ্ত কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যেন কষ্ট না হয় সে জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা এখন আর পরনির্ভরশীল নই। আমরা নিজেরাই এখন উৎপাদন করছি। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আশা করি রমজানে কোনো অসুবিধা হবে না।’
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিনিয়ত সমালোচনা শুনেই যাচ্ছি। আমরাই সুযোগ করে দিয়েছি। এর আগে তো এত টেলিভিশন ছিল না, এত রেডিও ছিল না। আমরাই সব উন্মুক্ত করে দিয়েছি। কথা বলার সুযোগ করে দিয়েছি। দেশ-বিদেশ থেকে বসে বসেও আমাদের সমালোচনা করে। আমাদের করে দেওয়া জিনিস দিয়ে আমাদের সমালোচনা করে। আবার শুনতে হয়―কিছুই করি নাই।’
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ