শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২১

লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক জিনের বাদশা গ্রেপ্তার

লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক জিনের বাদশা গ্রেপ্তার

উত্তরণবার্তা প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ইমরান হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা। গ্রেপ্তারকৃত ইমরান নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। আজ রোববার সকাল সারে ৮ টার দিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ইমরান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের হায়দার নগর পাড়ার মৃত আক্তার নবাব খানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কথিত জীনের বাদশাহ ইমরান হোসেনকে শনিবার সন্ধ্যায় আটক করে রাতে ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরসহ তাকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৫ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, ইমরান দীর্ঘ দিন ধরে নিজেকে জীনের বাদশাহ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষদের তান্ত্রিক ঝাড়-ফোঁকের নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। এ ছাড়া গুপ্তধন পাইয়ে দেয়ার নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এর ধারাবাহিকতায় গত প্রায় একমাস পূর্বে জয়পুরহাট সদর উপজেলার পূর্বদেবীপুর গ্রামের সাজ্জাদুল ইসলাম প্রতিবেশীর পরামর্শে ইমরান কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় ইমরান নিজেকে জিনের বাদশাহ পরিচয় দিয়ে জ্বীনের মাধ্যমে তার চিকিৎসা দিয়ে রোগ নিরাময়সহ তাকে অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে প্রলোভন দেন।
 
কিন্তু জীনেদের সেবা খরচের জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলে শর্ত দেন, এর মধ্যে গুপ্তধন পাওয়ার আগে ৩ লাখ ও পরে ২ লাখ টাকা। শর্ত পূরণ করলে মহাধনী না করলে মহাসর্বনাশ হবে বলে হুমকি দেন ইমরান। এতে বাধ্য হয়ে বা ভয়ে ও লোভে রাজী হয়ে সাজ্জাদুল ইমরানকে ৩ লাখ টাকা দেন। কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর ইমরান কবিরাজ সাজ্জাদুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি বুঝতে পেরে সাজ্জাদুল র‌্যাব ক্যাম্পে এসে অভিযোগ করলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে কথিত জিনের বাদশা প্রতারক ইমরান হোসেন কবিরাজের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিতলের কলস, তাবিজ-কবজসহ প্রতারণার বিভিন্ন উপকরণ জব্দ করা হয় বলেও জানান মেজর মোঃ মোস্তফা জামান।
উত্তরণবার্তা/এআর 
 

  মন্তব্য করুন
     FACEBOOK