শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:৩১
হাসপাতালে ভর্তি কয়েকজন

সায়েন্সল্যাবের আগুন নিয়ন্ত্রণে

সায়েন্সল্যাবের আগুন নিয়ন্ত্রণে

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বসুন্ধরা গলির সুকন্যা টাওয়ারে বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণে তিনতলা ভবনের দেয়ালের অংশ ধসে পড়েছে। ৫ মার্চ রোববার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK