শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৪৬

লিটন-শান্তর গোল্ডেন ডাকে বাংলাদেশের শুরু

লিটন-শান্তর গোল্ডেন ডাকে বাংলাদেশের শুরু

উত্তরণবার্তা ডেস্ক : ইংল্যান্ডের দেওয়া বিশাল টার্গেট তাড়ায় নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই জোড়া শিকার ধরেছেন স্যাম কারেন। ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে লিটন দাসকে স্ট্রাইকে পাঠান অধিনায়ক তামিম ইকবাল। চতুর্থ বলে বাজে শটে ব্যাকওয়ার্ড পয়েন্টে জেসন রয়ের তালুবন্দি হন লিটন। আউট হয়ে কিছু সময় তিনি দাঁড়িয়ে থাকেন, যেন বিশ্বাস করতে পারছিলেন না! পরের বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দেন দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত! জোড়া ‘গোল্ডেন ডাক’! স্তব্ধ হয়ে যায় মিরপুরের গ্যালারি। দলীয় ১ রানেই নেই ২ উইকেট।
 
এর আগে আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান তোলে ইংল্যান্ড। ধীরগতির শুরুর পর দলীয় ২৫ রানে তাসকিনের বলে ফিরেন ফিল সল্ট (৭)। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে আজ ১১ রানেই থামান মেহেদি মিরাজ। জেমস ভিন্সকে (৫) থামান তাইজুল। তবে থামানো যায়নি ওপেনার জেসন রয়কে। তবে জেসন রয়কে থামানো যাচ্ছিল না। ৫৪ বলে পূরণ করেন ফিফটি। এরপর ১০৪ বলে ১২ চার ১ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। এরপর তিনি আরও বিস্ফোরক হয়ে ওঠেন। অবশেষে ৩৬তম ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় জেসন রয় করেন ১৩২ রান।
 
এরই সঙ্গে ভাঙে অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার ৯২ বলে ১০৯ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর উইকেটে এসেই তাসকিনের বলে সাকিবের তালুবন্দি হয়ে ফিরেন উইল জ্যাকস (১)। ৫০ বলে ফিফটি পূরণ করেন বাটলার। ৬৪ বলে ৫ চার ২ ছক্কায় ৭৬ রান করা ইংলিশ অধিনায়ককে দুর্দান্ত এক ফিরতি ক্যাচে থামান মিরাজ। ৪৮তম ওভারে ইংলিশদের স্কোর তিনশ ছাড়িয়ে যায়। তাসকিনের শিকার হওয়ার আগে ৩৫ বলে ৪২ রান করেন মঈন আলী। শেষদিকে স্যাম কারেন খেলেন  ১৯ বলে ২ চার ৩ ছক্কায় অপরাজিত ৩৩* রানের বিস্ফোরক ইনিংস। ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। মিরাজ নিয়েছেন ৭৩ রানে ২টি। সাকিব-তাইজুল নিয়েছেন ১টি করে। ৬৩ রান দিয়েও উইকেটশূন্য মুস্তাফিজ।
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK