মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৫৩
ব্রেকিং নিউজ

বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে : ডেপুটি স্পিকার

বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে  : ডেপুটি স্পিকার

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। সোমবার বিকালে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুল হক টুকু এ মন্তব্য করেন।এ সময় ডেপুটি স্পিকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যে দল অংশগ্রহণ করবে না তারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে তবে সংবিধান অনুয়ায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
অ্যাডভোকেট শামসুল হক টুকু আরও বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারার রাজনীতি এ দেশে চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই চিহ্নিত শত্রুদের নির্মূল করা সম্ভব হবে। সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম প্রিন্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মিয়াপুর হাজী জসীমউদ্দীন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সাবেক সাজিদ হোসেন জিকো প্রমুখ।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ