মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:১১
ব্রেকিং নিউজ

যুব গেমস : জিমন্যাস্টিকস শুরু

যুব গেমস : জিমন্যাস্টিকস শুরু

উত্তরণবার্তা ডেস্ক : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল  ২য় বাংলাদেশ  যুব গেমসে বুধবার  জিম্যাস্টিকস শুরু হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি) জিমনেসিয়ামে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিওএ  মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিওএ কোষাধাক্ষ্য এ কে সরকার, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদুর রহমান বাবলু, জাতীয় দলের কোরিয়ান কোচ চু সাং ডংসহ অন্যান্যরা। তিনদিন ব্যাপি প্রতিযোগিতায় ৮টি বিভাগের ৭৪ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।  আগামীকাল তরুণ-তরুণীরা পদকের লড়াইয়ে নামবেন। 
 
উদ্বোধনের আগে সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের মর্মান্তিক মৃত্যতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবরই প্রথম যুব গেমসে যোগ হয়েছে জিমন্যাস্টিকস। কোরিয়ান কোচ চু সাং ডুংয়ের তত্বাবধানে জাতীয় দলের জিমন্যাস্টসরা অতিথিদের সামনে পাঁচ মিনিটের জন্য মনোমুগ্ধ  ডেমো প্রদর্শন করেন।প্রধান অতিথি বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন ,‘শেখ কামাল ২য় যুব গেমস জিমন্যাস্টিস প্রোগ্রাম দেখে আমি খুবই আনন্দিত। আমি খুবই আশাবাদী এই জিমন্যাস্টিকস আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রেজাল্ট দিতে সক্ষম হবে।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK