মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:২৬

বাংলাদেশ সফর বিশ্বকাপের আগে কঠিন পরীক্ষা : বাটলার

বাংলাদেশ সফর বিশ্বকাপের আগে কঠিন পরীক্ষা : বাটলার

উত্তরণবার্তা ডেস্ক : পঞ্চাশ ওভারের ফরম্যাটে ঘরের মাঠ কিংবা বাইরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল- এটা প্রতিষ্ঠিত সত্য। তবে ঘরের মাঠে বাংলাদেশকে হারানো একটু বেশিই কঠিন। দেশের মাটিতে সর্বশেষ ১৩ ওয়ানডে সিরিজের একটাও হারেনি বাংলাদেশ। গত ডিসেম্বরেই পূর্ণশক্তির ভারতকে নাকানিচুবানি খাইয়েছে। এসব খুব ভালো করেই জানেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাই বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে কঠিন পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
 
এ বছরই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ-ভারতের কন্ডিশন প্রায় একই। তাই আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বললেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি। বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।’
 
২০১৪ সালের পর ওয়ানডেতে ঘরের মাঠে একমাত্র ইংল্যান্ডের কাছেই সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটা ২০১৬ সালে। সে সুখস্মৃতিও এই সিরিজে ইংলিশদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে বাংলাদেশকে হারানো যে কঠিন হবে তা নিজেই বললেন বাটলার, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।’ ইংল্যান্ড এখন তিন ফরম্যাটেই আক্রমণাত্বক ক্রিকেট খেলে। বাংলাদেশের কন্ডিশনে সেটি সম্ভব হবে কি না, এমন প্রশ্নে বাটলার বলেন, ‘সব উইকেটে তো আর ৪০০ রান করা সম্ভব নয়। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।’
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK