বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:০০
ব্রেকিং নিউজ

২ মাসে স্বর্ণের দাম সর্বনিম্ন

২ মাসে স্বর্ণের দাম সর্বনিম্ন

উত্তরণবার্তা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছেই। ২৪ ফেব্রুয়ারি শুক্রবারও মূল্যবান ধাতুটির মূল্য আরও কমেছে। গত ৮ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, আগামী সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের দর বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দাম কমছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। সেই সঙ্গে ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ। এতে স্পষ্ট হয়েছে, সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখবে ফেড। এ ব্যাপারে বিনিয়োগকারীরা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা।
 
এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮১১ ডলার ৩০ সেন্টে। গত প্রায় ২ মাসের মধ্যে যা সবচেয়ে কম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮১৮ ডলার ১০ সেন্টে।ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, যুক্তরাষ্ট্রে জিডিপি বেড়েছে। এরপর ডলারের দাম চড়া হয়েছে। পাশাপাশি ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দাম কমেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ