মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:৪৯
ব্রেকিং নিউজ

বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

 উত্তরণবার্তা  ডেস্ক : ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ২-২ সমতায় থাকা ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

ঘরের মাঠে ইউনাইটেড শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। কাসেমিরোর পাস থেকে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন ব্রুনো ফের্নান্দেস। তবে ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দেন টের স্টেগেন। পঞ্চদশ মিনিটে বক্সে বালদেকে ফাউল করেন ফের্নান্দেস। তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে শট নেন লেভানডোভস্কি। লাফিয়ে বলের নাগাল পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি দে হেয়া; বল জড়ায় জালে।  
বিরতির পর খেলতে নেমেই সমতায় ফেরে ইউনাইটেড। জ্যাডন সানচোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে বাড়ান ফের্নান্দেস। সেখান থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ফ্রেড। ৬৪তম মিনিটে বালদের দারুণ এক ক্রস হেড নেন জুল কুন্দে। লাফিয়ে সেটি ঠেকিয়ে দেন দে হেয়া।  

৭৩তম মিনিটে আন্তনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পা থেকে আসা বল প্রথম শট নেন গার্নাচো যদিও জটলার মাঝে তা ফিরে আসে। একই পথে হাঁটেন ফ্রেডও। তবে তৃতীয় শটে বল ঠিকই জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK