মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:২৯
ব্রেকিং নিউজ

এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে গেল নাপোলি

এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে গেল নাপোলি

উত্তরণবার্তা ডেস্ক : ফের গোল পেয়েছেন নাপোলির নাইজেরীয় স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে  সিরি এ’ লিগ টেবিল টপার নাপোলি। ম্যাচের প্রথমার্ধে গোল করে ইতালীয়দের এগিয়ে দেন ওসিমেন। দ্বিতীয়ার্ধে নাপোলির হয়ে অপর গোলটি করেন জিওভান্নি ডি লরেঞ্জো। এই জয়ে  আগামী ১৫ মার্চ  দ্বিতীয় লেগের আগে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করল নাপোলি।
 
ম্যাচের দ্বিতীয়ার্ধে নাপোলির ফ্রাঙ্ক অ্যাঙ্গউসাকে বিপজ্জনকভাবে আঘাত করায় রান্ডাল কোরো মুয়ানি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। এরপর ফের গোল করে দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় সফরকারী নাপোলি। খাবিচা খবারকসখেলিয়ার চমৎকার ব্যকহীল থেকে বল পেয়ে গোল করেন লরেঞ্জো। এতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা সৃস্টি হয় নাপোলির।  ম্যাচ শেষে লরেঞ্জো বলেন,‘ শক্তিশালী দলের বিপক্ষে (নাপোলি) ভালো করেছে। শুরুতে এটি বেশ কঠিন ছিল। তবে আমরা দারুন একটি ম্যাচ খেলেছি।’
 
নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,‘ শুরু থেকেই আমরা ভালো করেছি, বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে যারা জানে কি করতে হবে।’ প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার সুযোগ পাওয়ায় স্বাগতিক দর্শকরা ছিল দারুন ভাবে উচ্ছসিত। তাদের সমর্থন পেয়ে  দারুন সুচনা করে ফ্রাঙ্কফুর্ট। বিশেষ করে দারুন ফর্মে থাকা স্ট্রাইকার মুয়ানি ছিলেন অপ্রতিরোধ্য। চার মিনিট পরেই দারুন এক গোলের সুযোগ সৃস্টি করেছিলেন তিনি। নাপোলির পোস্টের সামনে উড়ে আসা বলে ফরাসি তারকার হেডটি অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়।
 
এরপর নিজেদের খেলার মান দেখাতে শুরু করে সফরকারী নাপোলি। এ সময় বল দখলের লড়াইয়ে স্বাগতিকদের ছাড়িয়ে যায় সিরি এ’ লিগের শীর্ষ পয়েন্টধারীরা। ৩৪ মিনিটে মেক্সিকান ওয়েঙ্গার লোজানোর জোড়ালো শটের বল ফিরে আসে প্রতিপক্ষের বারে লেগে। শেষ পর্যন্ত ৪০ মিনিটে গোল করে নাপোলিকে এগিয়ে দেন ওসিমেন। লোজানোর যোগান থেকেই লক্ষ্য ভেদ করেন তিনি (১-০)। ম্যাচের ৬৫ মিনিটে খবারকসখেলিয়ার বুদ্বিদ্বীপ্ত বল থেকে লরেঞ্জো ফের গোল করলে নির্ভার হয় নাপোলি (২-০)। ম্যাচ শেষে ফ্রাঙ্কফুর্টের কোচ অলিভার গøাজনার বলেন,‘ আমাদের একটি ছোট্ট ভুলের সুযোগ দারুনভাবে কাজে লাগিয়েছে নাপোলি। ম্যাচের মাঝপথে আমরা একটি ভুল করেছি। আর নাপোলি গতি ও দক্ষতা দিয়ে সেটি কাজে লাগিয়েছে।’
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK