সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:২৯
ব্রেকিং নিউজ

ফেনীতে ২ লাখ ৪১ হাজার শিশুকে আগামীকাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ফেনীতে ২ লাখ ৪১ হাজার শিশুকে আগামীকাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আগামীকাল ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রোববার দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন বাসসকে জানান- জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের আগামীকাল এই পরিমাণের ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় অস্থায়ী ১ হাজার ১০৫টি কেন্দ্র, স্থায়ী ৭টি, ভ্রাম্যমান ৩০টি কেন্দ্রসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্রে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ১০২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১১ হাজার ৭৭০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতি কেন্দ্রে সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য, স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পেইনে কাজ করবে।
 
সিভিল সার্জন বলেন, প্রতিবছর এ ক্যাম্পেইন দুইবার হয়। ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জানানো হয়েছে।
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK