মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৭
ব্রেকিং নিউজ

প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু

প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম আবারও শুরু হয়েছে। অনলাইনে সারাদেশ থেকে ৪ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। বর্তমানে তাদের বদলির জন্য তালিকা তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রে-জওয়ান হায়াত গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমবার অনলাইনে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের আবেদন নেওয়া হয়েছে। যারা বদলির জন্য নির্বাচিত হবে তাদের ধাপে ধাপে অর্ডার জারি করা হবে।

ডিপিই'র সংশ্লিষ্টরা জানান, গত ডিসেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি শুরু হয়েছে। বর্তমানে আন্তঃউপজেলায় মধ্যে বদলি কার্যক্রম শেষ হয়েছে। সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইন আবেদন নেয়া হয়। এতে সারাদেশের ৪ হাজার ১৮১ জন প্রধান শিক্ষক পছন্দের বিদ্যালয়ে যেতে আবেদন করেন। যারা বদলির জন্য যোগ্য হবেন তাদের পছন্দের বিদ্যালয়ে বদলি করা হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK