মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০২:১১
ব্রেকিং নিউজ

গিরগিটি ১০০ বছর বাঁচে

গিরগিটি ১০০ বছর বাঁচে

উত্তরণ বার্তা ডেস্ক : গিরগিটির শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত। কিছুটা সবুজ, কিছুটা ধূসর গায়ের রঙের এ সরীসৃপের পাগুলো ভীষণ শক্ত। হাতের থাবা রেজরের মতো ধারালো হয়ে থাকে। পিঠে সুচালো স্পাইকের সঙ্গে মোটা একটা লেজও থাকে। এরা গায়ের রং বদল করে।

পুরুষ গিরগিটিদের ত্রিকোনাকার ঝুঁটির মতো একটা অঙ্গ আছে। যা দিয়ে অন্য লিঙ্গের গিরগিটিকে আকর্ষণ করে। সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশ বিস্তার করে। মাইনাস ৫ ডিগ্রিতেও টিকে থাকতে পারে। বাঁচে ১০০ বছর।
উত্তরণ বার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ