রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:৫৩
ব্রেকিং নিউজ

পুকুরে মিললো ৩৬ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি

পুকুরে মিললো ৩৬ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি

উত্তরণবার্তা প্রতিবেদক : নওগাঁর ধামইরহাটে পুকুর খননে মিললো প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের রাধাকৃঞ্চ ঠাকুরের মূর্তি। এনিয়ে গত ২ সপ্তাহে মোট তিনটি মূর্তি উদ্ধার করা হলো। শুক্রবার রাতে উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে প্রাচীন ওই মূর্তিটি পুলিশ হেফাজতে রয়েছে এবং সেটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, চাঁনকুড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম হেলাল তার নিজ দখলীয় কুলফৎপুর গ্রামের মাঠে পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু করেন। খননকালে শুক্রবার রাত ৯টার দিকে মাটি খননকালে একটি কষ্টিপাথরের রাধাকৃঞ্চ ঠাকুরের মূর্তি দেখতে পান।

তাৎক্ষনিকভাবে তিনি ধামইরহাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। ৪৯ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ছত্রিশ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, অতি প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান ওসি মো. মোজাম্মেল হক কাজী।এর আগে পুকুর খননখালে আরও একটি মূর্তি উদ্ধার করে পুলিশ এবং পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখার সময় আরও একটি মূর্তি উদ্ধার করে র‌্যাব।উদ্ধারকৃত তিনটি মূর্তিই ধামইরহাট থানা হেফাজতে রয়েছে বলে ওসি জানিয়েছেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK