শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:০৪
ব্রেকিং নিউজ

এইচএসসিতে পাসের চেয়েও উচ্চশিক্ষায় আসন বেশি : শিক্ষামন্ত্রী

এইচএসসিতে পাসের চেয়েও উচ্চশিক্ষায় আসন বেশি : শিক্ষামন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের তুলনায় আসন সংখ্যা অনেক বেশি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি বলেন, এইচএসসিতে যারা পাস করেন তাদের কেউ কেউ বিভিন্ন  চিকিৎসা বিজ্ঞানে,  কেউ প্রকৌশলে, কেউ স্থাপত্যে, কেউ আইনে যান। অনেকে আছেন বিশ্ববিদ্যালয় যান উচ্চশিক্ষা অর্জন করতে। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২২৫৭টি কলেজ আছে সেখানে উচ্চশিক্ষার জন্য যান। ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যা কিছুই করছি, সবই নতুন প্রজন্মের জন্য।

যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম। আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK