শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:১৯
ব্রেকিং নিউজ

অন্য দিঘী

অন্য দিঘী

উত্তরণবার্তা ডেস্ক : মুটিয়ে যাওয়া নিয়ে নানানভাবে ট্রল হয়েছিলেন। কিন্তু দমে যাননি। নিজের অভিনয় ক্যারিয়ারে একেবারে শিশু চরিত্রেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর পরিণত হয়ে মুখ্য চরিত্রে চলচ্চিত্রে অভিষেক হয়েছে। প্রখ্যাত অভিনেতা সুব্রত’র কন্যা দিঘী তাই যা কিছুই করেন তা নিয়েই নানান আলোচনামুখরতা থাকে।এদেশে একাধিক চিত্রতারকা টিকটক করলেও দিঘীর টিকটক নিয়েই সমালোচনা করেই যেন আরাম পায় নেটিজানরা! তবে এবারের বিষয়টি চমকে ওঠার মতোই। মেকআপে নয়, গেটআপে।

একেবারে লিকলিকে গড়নে স্কুল ড্রেস পরা টিনএজ মেয়েটি যে ঢাকাই সিনেমার উঠতি নায়িকা, বুঝে উঠতে সময় লেগেছে অনেকের।প্রকাশ পেয়েছে দীঘির গানচিত্র ‘ভালো থাকার কারণ’। যে গানটির জন্য নায়িকা মেদ ঝরিয়েছেন ৭ কেজি! যার ফলাফল দৃশ্যে মিলেছে এই সন্ধ্যায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির কথা, সুর ও কণ্ঠ তানজীব সারোয়ারের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর গানটির রেশ ধরে সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। যাতে স্কুলগার্ল দীঘির বিপরীতে পাওয়া গেছে কণ্ঠশিল্পী তানজীবকেই।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK