শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫০

কাল ‌তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

কাল ‌তুরস্কে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

উত্তরণবার্তা প্রতিবেদক : উদ্ধারকাজ ও চিকিৎসাসেবায় অংশ নিতে বাংলাদেশের একটি দল আগামীকাল বুধবার তুরস্কে যাচ্ছে। ১০ সদস্যের ওই দলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ বিমানে করে প্রাথমিকভাবে একটি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কী ধরনের সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা নিয়ে কাজ চলছে। 
 
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলু ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে বার্তা পাঠান। প্রায় অভিন্ন এসব বার্তায় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই শোকাবহ মুহূর্তে তুরস্ক ও সিরিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণ এবং নিহতদের পরিবারের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে। 
 
ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ দুটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথাও বার্তায় উল্লেখ করা হয়েছে। তুরস্ককে পাঠানো বার্তায় বলা হয়েছে, এই বিশেষ সময়ে যেকোনো ধরনের সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ মানবিক সহায়তায় দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তুরস্ক প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ