শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:০৭
ব্রেকিং নিউজ

বুস্টার ও চতুর্থ ডোজ পাচ্ছেন হাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা

বুস্টার ও চতুর্থ ডোজ পাচ্ছেন হাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা

উত্তরণবার্তা প্রতিবেদক : ৫ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধের বুস্টার ডোজ এবং ৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ডোজের করোনা টিকা পাবেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা। ১ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।৫ ও ৬ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এই টিকা দেয়া হবে।বিজ্ঞপ্তি বলা হয়েছে, যারা ইতিপূর্বে কোভিড-১৯ এর ১ম ও ২য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে ৩য় ও ৪র্থ ডোজ গ্রহণের জন্য ৪ ফেব্রুয়ারির মধ্যে এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, “শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই টিকা নিতে পারবেন। এক্ষেত্রে সেই শিক্ষক/কর্মকর্তা বা কর্মচারীকে রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাক্সিনের জন্য টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে আনতে হবে।”

প্রসঙ্গত, বুস্টার বা চতুর্থ ডোজের জন্য এসএমএস বা তারিখ না থাকলেও দেয়া হবে। তবে, পূর্বের নেয়া টিকার পর পরবর্তী টিকার মাঝের নির্ধারিত বিরতি থাকতে হবে।দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর বছরখানেক পর থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে দেশের বেশির ভাগ জনগোষ্ঠী দুই ডোজ টিকার আওতায় চলে এসেছে। একটি বড় অংশ বুস্টার ডোজও পেয়েছে।করোনার চতুর্থ ডোজ টিকা দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে ফ্রন্টলাইনার ও গর্ভবতী নারী এই টিকা পাবেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK