শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৯
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ ঘের উচ্ছেদ জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ ঘের উচ্ছেদ জাল জব্দ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয়েছে। এই সময় জব্দ করা হয় মাছ ধরার জন্যে ব্যবহৃত রিং জাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘের মালিকরা পালিয়ে যায়।
উপজেলা নিবার্হী অফিসার একরামুল ছিদ্দিকী জানান- নবীনগরের তিতাস নদীতে অবৈধ ঘের স্থাপন করে মাছ ধরে আসছে স্থানীয় সংঘবদ্ধ অসাধু চক্র। ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় মাছ। পাশাপাশি মাছের প্রজনন ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃহস্পতিবার বিকেলে ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি ঘের ধ্বংস ও রিং জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান উপস্থিত ছিলেন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK