শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩০

প্রাইভেট প্র্যাকটিস আলাদা চেম্বারে নয় : চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী

প্রাইভেট প্র্যাকটিস আলাদা চেম্বারে নয় : চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : এখন থেকে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হলে হাসপাতালেই করতে হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আলাদা চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি।২২ জানুয়ারি রোববার এক সভায় এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে। এখন থেকে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসকরাই কিডনি আর লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবে, এটা করতে মানুষকে আর বিদেশ যেতে হবে না। এটা চিকিৎসা খাতের সফলতা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তবে সরকারের দুর্বল জায়গা হলো উপজেলা হাসপাতাল। সেগুলো উন্নত করার চেষ্টা করছে সরকার। উপজেলা হাসপাতালগুলোর দিকে নজর দেয়া হয়েছে। খুব শিগগিরই সেগুলোকে অত্যাধুনিক রূপ দেয়া হবে বলেও জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, এখন থেকে চিকিৎসকরা ইন্সটিটিউশনাল প্র্যাকটিস যে যেই হাসপাতালে কাজ করেন সেখানেই করবেন, আলাদা চেম্বারে নয়। আগামী পহেলা মার্চ মাস থেকে পাইলট প্রজেক্ট হিসেবে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস এর কাজ শুরু হবে। প্রথমদিকে ৫০টি উপজেলায় শুরু হবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ