শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:১১
ব্রেকিং নিউজ

কক্সবাজারে বিপন্ন প্রজাতির দু’টি ভাল্লুক শাবক উদ্ধার

কক্সবাজারে বিপন্ন প্রজাতির দু’টি ভাল্লুক শাবক উদ্ধার

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার চকরিয়া উপজেলায় পাচারের উদ্দেশ্যে রাখা বিপন্ন প্রজাতির দু’টি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ।এছাড়াও পাচারকারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টায় চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দু’টি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভাল্লুক শাবক দুইটির বয়স আনুমানিক দুইমাস। প্রতিটির ওজন এককেজির বেশী। এ ঘটনায় গ্রেপ্তার দীপক দাস (৩২) চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকার মৃত সোনারাম দাসের ছেলে।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, গোপন সূত্রে জানা যায়, দীপক দাস সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চোরাইপথে দুই ভাল্লুক শাবক পাচার করে এনে নিজ হেফাজতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকায় পুলিশের একটি দল দীপকের বাড়িতে অভিযান চালায়। এসময় দীপক দাসকে আটক করা হয়।পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপন্ন প্রজাতির দুইটি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK