শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২৩

চলছে শেষ দিনের বয়ান, কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত

চলছে শেষ দিনের বয়ান, কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত

উত্তরণবার্তা প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ দিনের বয়ান। আর মাত্র কিছু সময় অপেক্ষা। এরপরই আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলীগ জামাত আয়োজিত দ্বিতীয় পর্বের ইজতেমা। ২২ জানুয়ারি রোববার বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। সকাল ৯টায় মাওলানা মোশারফ হোসেনের তালিম শুরু হয় এবং সাড়ে ৯টা থেকে হবে হেদায়েতের কথা। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মুসল্লিরা।

এ বছর ইজতেমার মাঠে আসেননি বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভী। তার অবর্তমানে আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বকয়কারী মো. সায়েম জানান, হেদায়েতী বয়ান শেষে হলে দুপুর ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে। এ মোনাজাতের মধ্যেমে শেষ হবে এবারের ইজতেমার সকল পর্ব।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ