শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:৪৯

ইউক্রেনকে যে ভারী অস্ত্র দিচ্ছে পশ্চিমারা

ইউক্রেনকে যে ভারী অস্ত্র দিচ্ছে পশ্চিমারা

অনলাইন ডেস্ক : রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ‍ও তাদের পশ্চিমা মিত্ররা। যার মধ্যে আছে সামরিক সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্রসহ ভারী সমরাস্ত্র।

পশ্চিমাদের ইউক্রেন ইস্যুতে ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠককে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ২.৫ বিলিয়ন ডলারে এই সামরিক সহায়তার আওতায় ইউক্রেনকে সেনা বহনকারী যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার রকেট ও গোলা দেওয়া হবে। এরমধ্যে আছে ৫৯ যুদ্ধযান, ৯০টি সেনা ও অস্ত্র বহনকারী গাড়ি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহায়তা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে সাহায্য করবে।’ সবমিলিয়ে এ পর্যন্ত  ইউক্রেনকে ২৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।

এদিকে যুক্তরাজ্যসহ আরও ৯ ইউরোপীয় দেশ ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে ৬০০ ব্রিমস্টোন ক্ষেপণাস্ত্র। আরও নানা রকম অস্ত্র দেওয়া হবে এই প্রতিশ্রুতির আওতায়।  সূত্র: আল জাজিরা

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ